সাম্প্রতিক প্রকাশনা

শুধু নরম পায়ে এসো

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 167 জন পাঠক।
 শুধু নরম পায়ে এসো,
এ কি খুব বেশি চাওয়া,
যখন ঘড়ির কাঁটা সময়ের গভীরে ডুবে যায়,
ভূতুড়ে ঠোঁটে নিভে যাওয়া সিগারেট জ্বলে ওঠে।

ভালো করে তারিখ মিলিয়ে নাও,
ভালো করে বন্দুকও দেখো—
না? আর তো দরকার হবে না!

শীতের চাদরে ঢাকা আঙুল,
অন্য কারও রক্তে ভেজা হাত।
তুমি আঙুলেই আগুন জ্বালো,
আর ধোঁয়ায় হারিয়ে যাও,
যখন ক্লান্ত রাত জ্বলে ওঠে,
অন্ধ চোখ দুটি  একদৃষ্টিতে তাকিয়ে থাকে তোমার দিকে।

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog